Skip to main content

Posts

Showing posts from September, 2018

ওরা জিতলে জিতে যাই আমরা, আর হারলে হারে ওরা ১১ জন

অনেকেই  সাকিবের দেশপ্রেম  নিয়ে কথা বলেন। অনেকে বলেন সে নাকি এমপি কোটায় খেলেন।  অথচ সেই মানুষটা  আঙুলের  চোট নিয়ে এশিয়া  কাপ খেলেছে।  খেলতে খেলতে তার হাতে ৭০ মি.লি. পূজ জমা হয় যেখানে ৫০ মি.লি. হলেই সে হাত নাড়া চাড়া করা যায় না।  ডাক্তারের  ভাষ্যমতে আর কয়েক ঘন্টা দেড়ী হলে সাকিবের হাতটাই অকেজো  হয়ে যেত।  কিসের জন্য করে এরা?  দেশের জন্য,  মাশরাফির  পায়ে চোট খুঁড়িয়ে খুঁড়িয়ে  চলতে হয় কার জন্য মারাত্মক  ড্রাইভ  দেয়?  মুশফিকুর রহিমের  পাঁজর এর হাড় ভাঙা  প্রতিদিন  ব্যাথা নাশক খেয়ে খেলতে নামে কার জন্য?  দেশের  জন্য  লিটন কাল ক্যাচ ছেড়েছেন  সবাই গালাগালি  করেছেন  একবারও  কি অসহায় মুখটার দিকে তাকিয়ে ছিলেন?  পরবর্তী  ৩০ টা মিনিট সে কেঁদে ছিল।  কাল হয়ত সৌম্য  ভাল করেনি অনেকেই  তার চৌদ্দ  গোষ্ঠী  উদ্ধার  করেছেন কিন্তু  তার ওই পোল টা যদি চার হত তখন?   এশিয়া কাপের গত ফাইনালে সাকিব তামিমদের  কান্নাটা দেখেন নি?  ভাইরে তারা দেশের  জন্য জীবনটা বাজি রেখেই খেলেন ।  শেষ বলটা পর্যন্ত  চেষ্টা করেন দেশকে জেতানোর।  কিন্তু হয়ত  হেরে যায়।  তখন আমরা কি করি?  এই খেলোয়াড়দের  ইন্ডিয়ান  দালাল বানাই, অক

Law of crimes syllabus p1

Book references : Penal code 1860 also collect {The Indian Penal Code By Ratan Lal And Dheeraj Lal Mid semester SEC: -(34--38)***Common Intention RELATED SECTION:--sec 141(Unlawful assembly) &149(Common Objects) SEC:---39 (Voluntarily) SEC:--53(Punishment) SEC:-- (54--73)**{54,57,73}*** SEC:--(76--95)General Exception(76,77,80,81,82,83,84,95)*** SEC;--(96--106) Self Defense (98,99,100,103,106) SEC:--99 Exception of Self Defense*** SEC:-- 98+84(Mistake of Fact+Exception)*** Final SEC:-- 107---120(a,b) SEC ;--120(b) also related to sec :-- SEC 141 (Conpersy) SEC:--124(b) Sedition SEC:--(195--198) Offence against religion****(Blash fammy law) SEC:--(191--194) SEC:--(195--250)  Important (Weight and measurement,Fake money, False person)

অবশেষে ডাক পেলেন আশরাফুল!

না ভুল দেখেননি  বাংলাদেশের আশার ফুল খ্যাত আশরাফুল ডাক পেয়েছেন বাংলাদেশ  A দলে। উল্লেখ্য  বিপিএল এ   ম্যাচ ফিক্সিং এর দায়ে দীর্ঘদিনের নিষেধাজ্ঞা কাটিয়েছেন কিছুদিন আগেই। নিজেকে প্রমাণ করতে তাই মরিয়া হয়ে আছেন টেস্টে সর্বকিষ্ঠ  শতকের মালিক।  গত জাতীয় লীগে ৫ টি শতক হাকিয়েছেন এই ব্যাটসম্যান তাছাড়া জাতীয় টিমের বাইরে থাকা খেলোয়াড়দের মধ্যে তিনি ২ য় সর্বোচ্চ ফিটনেস ধারী ১১.২  **   জাতীয় টিমের বাইরে থাকা খেলোয়াড়দের পরিক্ষা নেয়ার জন্য আগামী ১৯ তারিখ থেকে নীলফামারীতে হবে চার দিনের টেস্ট। সেখানে   A দল ও বিসিবি হাইপারমেন্স দলের হয়ে খেলবেন। (    সৌম্য, বিজয়, রবিউল, আলামিন, আশরাফুল সহ  জাতীয় টিম এ ফেরার অপেক্ষায় থাকা খেলোয়াড়ে।  তাই নিজেকে প্রমাণের জন্য এর চেয়ে ভালো জায়গা আর কি হতে পারে।   এতটুকু পরে নিশ্চয় বুঝে গেছেন নির্বাচকমণ্ডলীর নজরেই রয়েছেন আমাদের অ্যাশ। এখন শুধু বসের জ্বলে উঠার অপেক্ষা। আশা করি শীঘ্রই বাংলাদেশী জার্সি গায়ে মাঠ কাপাবেন এই তারকা ব্যাটসম্যান।    

যেভাবে হারলেও ২য় পর্বে বাংলাদেশ

নড়বড়ে ব্যাটিং সূচনার পর মুশফিক ১৪৪ ও মিথুনের ৬০ এর সুবাদে ২৬১ রানের বড় সংগ্রহ পায়   বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে নিয়মিতভাবে উইকেট হারাতে থাকে শ্রীলঙ্কা। ৩৭.২ বলে   মাত্র ১২৪ রানে গুটিয়ে যায় ম্যাথিউসের দল।  যার ফলশ্রুতিতে ১৩৭ রানের বিশাল জয় পায় টাইগারস রা।  এত বিশাল ব্যবধানে এশিয়া কাপের শুরুর দিনেই ২ য় রাউন্ডে এক পা দিয়ে রাখল বাংলাদেশ।    উল্লেখ্য বাংলাদেশের আরেক গ্রুপ সঙ্গী আফগানিস্তানের সাথে যদি লঙ্কানরা হেরে যায় তাহলে ২০ তারিখ মাঠে নামার আগেই বাংলাদেশ সুপার ফোরে চলে যাবে।  অন্য দিকে শ্রীলঙ্কা যদি      আফগানিস্তানকে হারিয়ে দেয় তখন বাংলাদেশকে আফগানদের সাথে জিততে হবে।  আবার আফগানিস্তান যদি শ্রীলঙ্কার কাছে বড় ব্যবধানে হারে তাহলেও বাংলাদেশে নেট রান রেটে এগিয়ে থাকায় সুপার ফোরে চলে যাবে।  সেক্ষেত্রে অবশ্যই  আফগানিস্তানের সাথে অল্প রানে হারতে হবে টাইগারসদের।  তবে আমরা আশা করব  আফগানদের হারিয়েই সুপার ফোরে যাবে বাংলাদে।          

তামিমের জায়গায় খেলবে কে?

এশিয়া কাপ শিরোপার স্বপ্নে শুরুতেই বিশাল ধাক্কা।  দিনের শুরুতেই আঙুলের চোটে মাত্র ২(৩) করেই প্যাভিলিয়নের পথ ধরেন দলের তারকা ওপেনার তামিম ইকবাল।  চোট কতটা গুরুতর সেটা বুঝা যাবে এক্সরের পরেই।  তবে একথা নিশ্চিত করেই বলা যায় তামিমের এশিয়া কাপ শেষ। এমনকি ৫/৬ মাস দলের  বাইরে থাকতে পারেন তিনি। দলের একজন নির্ভর যোগ্য  ব্যাটসম্যান হারালো বাংলাদে। ওপিনিং এ লিটন এর সাথে কে খেলবেন এটাই হচ্ছে দেখার বিষ।  ভক্তদের দাবী সৌম্য সরকার। এখন দেখার  বিষয় বিসিবি কি ভাবছে।  

পূর্বাচল স্টেডিয়াম

কেমন হবে পূর্বাচলের আধুনিক স্টেডিয়াম?  আমরা সবাই জানি এই বহুল আলোচিত স্টেডিয়ামের কাজ এতদিন থেমে ছিল জমি নিয়ে বিরোধ থাকার কারণে। সম্প্রতি এই বিষয়ে একটি সমঝোতায় পৌছানোর ঘোষণা দিয়েছে বিসিবি।         অবশেষে নির্মাণ কাজ শুরু হচ্ছে স্বপ্নের পূর্বাচল ক্রিকেট স্টেডিয়াম। বিশেষায়িত এই স্টেডিয়ামের দর্শক ধারণক্ষমতা কমপক্ষে ৭৫ হাজার। যা বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ স্টেডিয়াম। স্থাপনা পূর্ব নির্ধারিত হলেও এতদিন জমি নিয়ে ছিল নানা বিরোধ। সরকারের উচ্চপর্যায়ের হস্তক্ষেপে কেটে গেছে সেই সংকট। এই বছরের ডিসেম্বর মাসের ভেতরেই জমির একক মালিকানা বুঝে পাবে বিসিবি। এমনটাই নিশ্চিত করেছেন বিসিবির গ্রাউন্ডস কমিটর চেয়ারম্যান মাহবুব আনাম। বেশ কদিন থেকে চলা দন্দ্বে স্টেডিয়ামের জন্য নির্ধারিত ওই জমি নিয়ে বিরোধিতা করে বন বিভাগ। পূর্বাচল সিটিতে পরিবেশগত কারনে পর্যাপ্ত বনভূমি রাখতে এই দাবি করেছিলো তারা। তবে সরকারি আশ্বাসের মাধ্যমে তারা তাদের দাবী থেকে সরে দাড়িয়েছে।     প্রকল্পটির সম্ভাব্য   ব্যয় ধরা হয়েছে প্রায় ৮০০ কোটি টাকা।আনুমানিক  ২০২২ সালের ভেতরই শেষ করা হবে নির্মান কাজ। এই কমপ্লেক্সের ভেতর থাকছে অন্তত ৭৫ হাজার
গীবত সাধারণত গীবত বলতে আমরা বুঝি, কারও অনুপস্থিতিতে তার দোষ, ত্রুটি নিয়ে অন্যের সাথে আলোচনা করা।  এটি আপন মৃত ভাইয়ের গোশ্ত খাওয়ার সমান।  তবে অনেক ক্ষেত্রে অন্যের দোষ বললেও গীবত হয় না! আজ আমরা আলোচনা করব সেই বিষয়টা নিয়ে।  ভুল ত্রুটি মার্জনা করবেন।      ৭ প্রকার লোকের দোষত্রুটি বর্ণনা করলে, তা গীবত হয়  ইমাম গাযযালী রহমতুল্লাহি আলাইহি তিনি উনার সুপ্রসিদ্ধ ‘কিমিয়ায়ে সাআদাত’ কিতাবে পবিত্র কুরআন সুন্নাহ মুতাবিক বর্ননা করেছেন – ৭ প্রকার ব্যক্তির দোষত্রুটি বর্ণনা করলে সেটা গীবত হয় না। নিচে এই ৭প্রকার ব্যক্তির বর্ণনা করা হলো- (১)কোনো লোক যদি কোনো কাজী সাহেবের কাছে যায় বিচারের জন্য, বিচারপ্রার্থী হয়ে ও বিচারের জন্য যদি সে সত্য কথা বলতে গিয়ে বিপরীতপক্ষের দোষত্রুটি বর্ণনা করে, তাহলে সেটা গীবত হবে না। (২) সে যদি কোনো মুফতী সাহেবের কাছে যায় ফতোয়ার জন্য, তখন সে ফতোয়ার জন্য যেটা সত্য সেটাই বলবে, এতে তার গীবত হবে না। (৩) যারা রাজা-বাদশাহ, আমীর- ওমরাহ শাসক গোস্ঠি তাদের ইছলাহ বা সংশোধন করার জন্য দোষত্রুটিগুলি যদি ধরিয়ে দেয়া হয়, তাহলে সেটা গীবত হবে না। (৪)অন্যকে সতর্ক
ভূমিকম্প সকাল ১০টা ৫ ৩ মিনিটে ঢাকায় এই ভূমিকম্প হয়। বেশ কয়েক সেকেন্ড এটি স্থায়ী ছিল। এ সময় বহুতল ভবনের ওপরে থাকা মানুষ বেশ দুলুনি অনুভব করেন। আবহাওয়া অধিদপ্তর এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছে। আবহাওয়া অধিদপ্তরের পরিচালক শামছুদ্দিন আহমেদ জানান, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৩। উৎপত্তিস্থল ঢাকার ভূমিকম্প পর্যবেক্ষণকেন্দ্র থেকে ২৯৩ কিলোমিটার উত্তরে, ভারতের আসামে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, আসামের ধুবড়ি জেলার সাপাত গ্রাম এই ভূমিকম্পের উৎপত্তিস্থল। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৬ । Collected from : Prothom Alo News paper

আফগানিস্তান প্রিমিয়ার লিগ 2018

আফগানিস্তান প্রিমিয়ার লিগ  2018 এবার তামিমের পরে নাঙ্গারহারের হয়ে খেলবেন উইকেট কিপার ব্যাটসম্যান মুশফিকুর রহিম ৫ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া আফগানিস্তান প্রিমিয়ার লীগের প্লেয়ার নিলাম শেষ হয়েছে এবার প্রতি দলে ১৭ - ২০ জন সদস্য আছে যার মধ্যে ৫ জন বিদেশি , একজন সহযোগী দেশের সদস্য ও বাকিরা দেশি। নিচে পুরো পাচ দলের স্কোয়াড দেওয়া হলো – নানগারহার স্কোয়াড - আন্দ্রে রাসেল ( আইকন ), তামিম , বেন কাটিন , মুশফিক , সন্দীপ লামচীন , মিচেল ম্যাকলেঘান , মোহাম্মদ হাফিজ , মুজিব জর্দান , শফিকুল্লাহ , নজিবুল্লাহ তারাকি , রহমত শাহ , নভিনুল হক , জাহির খান , ফজল হক , ইমরান , নাসরাতুল্লাহ , ওমর , ইবরাহিম জরদান , ফাল নাজাই কাবুল স্কোয়াড - রশীদ খান ( আইকন ), লুক রঞ্চি , হজরত জাজাই , কলিন ইনগ্রাম , ফরিদ , জাভেদ আহমাদী , সোহেল তানভীর , লরি ইভান্স , পার্নেল , শহীদুল্লাহ , মুশা , আফসার খান জাজাই , আহসান আলি খান , জাহির শিরজাদ , ফিতরত , উসমাম , সাখওয়াত , নাসির তোতাখিল , জামির পাকিতা স্কোয়াড - শহীদ আফ্রিদী ( আইকন

পরিমাপের এককসমুহ

ভর   পরিমাপের   মেট্রিক   এককসমূহ  : ●  ভর   পরিমাপের   মূল   একক  :  গ্রাম ●  ১০   মিলিগ্রাম। =  ১   সেন্টিগ্রাম' ●  ১০   সেন্টিগ্রাম  =  ১   ডেসিগ্রাম ●  ১০   ডেসিগ্রাম  =  ১   গ্রাম ●  ১০   গ্রাম  =  ১   ডেকাগ্রাম ●  ১০   ডেকাগ্রাম  =  ১   হেক্টোগ্রাম ●  ১০   হেক্টোগ্রাম  =  ১   কিলোগ্রাম ●  ১০০   কিলোগ্রাম  =  ১   কুইন্টাল ●  ১০০০   কিলোগ্রাম  =  ১   মেট্রিকটন ●  ১০   কুইন্টাল  =  ১   মেট্রিকটন।] অায়তন   পরিমাপের   মেট্রিক   এককসমূহ  : ●  ১০০০   ঘন সেন্টিমিটার  =  ১   ঘন   ডেসি  মিটার ●  ১০০০   ঘন   ডেসিমিটার  =  ১   ঘন মিটার ●  ১০   ঘন   মিটার  =  ১   ঘন   স্টেয়র ●  ১০   ঘন   স্টেয়র  =  ১   ডেকা স্টেয়র অায়তন   পরিমাপে   মেট্রিক   ও   ব্রিটিশ   এককের   সম্পর্ক  : ●   ১   স্টেয়র  =  ৩৫ . ৩   ঘন ফুট ●  ১   ডেকা স্টেয়র  =  ১৩ . ০৮   ঘন গজ দৈর্ঘ্য পরিমাপের ব্রিটিশ পদ্ধতির এককসমুহ : ● ১২ ইঞ্চি = ১ ফুট ● ৩ ফুট = ১ গজ ● ১৭৬০ গজ = ১ মাইল দৈর্ঘ্য পরিমাপের মেট্রিক পদ্ধতি ও ব্রিটিশ পদ্ধতির সম্পর্ক