Skip to main content

Posts

Showing posts from June, 2023

কেল্লা বাবার দরবার পরিদর্শন

  কাজের সুবাদে প্রায়শই আখাউড়া আসি, যেহেতু আমার অফিস থেকে মাত্র ৫ কিমি কেল্লা বাবার দরবার তাই ভাবলাম ঘুরেই আসি। উপকথাঃ ইয়েমেন থেকে যে ৩৬০ জন অলি আউলিয়া নিয়ে হযরত শাহজালাল (রঃ) বাংলাদেশে ইসলাম প্রচারে আসেন হযরত আহমদ গেদু দারাজ (রঃ) তার মধ্যে অন্যতম। তৎকালীন রাজা গৌর গোবিন্দ এর সাথে হযরত শাহজালাল (রঃ) এর যুদ্ধের কথা সবার জানা। সেই ধর্ম যুদ্ধে মুসলমানদের বিজয় হচ্ছিল না কারণ গৌর গোবিন্দ তন্ত্র সাধক ছিলেন এবং সাধনা বলে জীয়ন কূপ এর অধিকারী হন। সেই জীয়ন কূপে মৃত লাশ ফেললে জীবিত হয়ে যেত। আগেরদিন যুদ্ধে মুসলমানরা যত সৈনিক হত্যা করত জীয়ন কূপের বদৌলতে পরেরদিন যুদ্ধের ময়দানে সেই সম সংখ্যা হিন্দু যোদ্ধা হাজির। বিচলিত হযরত শাহজালাল রঃ মহান প্রভুর দরবারে সাহায্য চাইলে স্বপ্ন যোগে তিনি আদেশ পান আগে জীয়ন কূপের ক্ষমতা নষ্ট কর তারপর যুদ্ধ করলে বিজয়প্রাপ্তি হবে। পরদিন সাথীদেরকে এই সংবাদ দিলেও কেউ এই কাজ করতে রাজি হচ্ছিল না। জীয়ন কূপের কড়া পাহারার ব্যাবস্থা ভেদ করা গেলেও কূপের চারপাশে ৪০ জন উলঙ্গ নারী ছিল। যেহেতু ইসলামে অশ্লীলতার কাছে যাওয়া নিষিদ্ধ তাই একাজের জন্য লোক